২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে চলে আসছে অস্থিরতা। এরমধ্যে শুক্রবার মিয়ানমারের ৩৭টি শহরে সামরিক আইন জারি করেছে জান্তা সরকার। এসব শহরের মধ্যে রয়েছে সাগাইন ও মগওয়ে, যা বিদ্রোহীদের জন্য শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দেশটিতে নতুন করে জরুরি অবস্থা ৬ মাস বাড়ানোর একদিন পরই জারি হলো এই সামরিক আইন। জান্তা সরকারের জারি করা এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ওই ৩৭টি শহর এখন থেকে সরাসরি স্থানীয় কামান্ডারের আদাশে পরিচালিত হবে। ৩৭টি শহরের মধ্যে সাগাইনের ১১টি, মগওয়ে এবং অঞ্চলের ৫টি করে মোট ১০টি শহর। এর বাইরে রয়েছে তানিনথারির ২টি শহর। চিন রাজ্যের ৭টি শহর, কায়াহ রাজ্যের ৪টি, কারেনের ২টি এবং মন রাজ্যের একটি শহর রয়েছে মার্শাল ল জারি করা শহরগুলোর মধ্যে।
সামরিক আইনের আওতায় থাকা শহরগুলো এখন থেকে সরাসরি স্থানীয় কমান্ডারের অধীনে পরিচালিত হবে। ফলে শহরগুলোতে গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ চালাতে পারবে সেনাবাহিনী। জান্তা সরকার জানায়, মৃত্যুদণ্ড ছাড়া সেই মামলাগুলোর রায়ের জন্য কোনও আপিলের সুযোগ থাকবে না।
এর আগে ২০২১ সালে ইয়াংগুন, মান্দাল ও চীন রাজ্যের কিছু অংশে সামরিক আইন জারি করে জান্তা সরকার। এসব অঞ্চলে প্রায় ১০০ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
এদিকে, মিয়ানমারের ৩৩০টি শহরের মধ্যে অন্তত ৬০টি শহরের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার কথা জানিয়েছে ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল।
চলমান উত্তেজনায় তিন দিনে মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জান্তা বাহিনীর ২৭ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি তারিখে সামরিক অভ্যুত্থানে অং সান সু চি’র সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর তারা মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে সামরিক আইন জারি করে।
Leave a Reply