আমেরিকার টেক্সাসে প্রবল ঠান্ডা। সেই সঙ্গে তুষারঝড়ের দাপট। আর এর মধ্যে বিদ্যুৎ পরিষেবা নেই। যার জেরে কনকনে শীতে কাঁপছেন কয়েক হাজার মানুষ। এমন দুর্দশার ছবি ধরা পড়েছে আমেরিকার টেক্সাসে। ঠান্ডার মধ্যে বিদ্যুৎ না থাকায় দুর্বিষহ অবস্থা টেক্সাসের বাসিন্দাদের। টেক্সাস, আরকানসাস, ওকলাহোমে ঠান্ডার কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের।
বৃহস্পতিবার রাতে টেক্সাসে ৩ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষের বাড়িতে বিদ্যুৎ ছিল না। বুধবার থেকে অস্টিনে প্রায় ৩০ শতাংশ গ্রাহকের বাড়ি বিদ্যুৎহীন। যার জেরে প্রবল ঠান্ডার মধ্যে দুর্দশা বেড়েছে বাসিন্দাদের। এই পরিস্থিতি মনে করাচ্ছে ২০২১ সালের সেই ভয়ঙ্কর স্মৃতি। তুষারঝড়ের পর সে বারও বিদ্যুৎহীন হয়ে পড়েছিল গোটা এলাকা। যার জেরে ঠান্ডায় অনেকের প্রাণহানি ঘটেছিল।
Leave a Reply