বরগুনা,তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ধর্মপ্রাণ মুসলমানদের মহাগ্রন্থ আল কুরআন পোড়ানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সুইডেনের উগ্রপন্থী নেতা রামচন্দ্র তালুদান পবিত্র কোরআন শরীফকে আগুন দেয়। এরই প্রতিবাদে তালতলী উপজেলা মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন মুসলিম উম্মাহ।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি ২০২৩) জুমার নামাজের পরে তালতলীর বিভিন্ন মসজিদের মুসল্লী ও ধর্মপ্রাণ প্রিয় মুসলিম জনতা একত্রিত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কে মুসলিম ঐক্য পরিষদের মাধ্যমে অংশগ্রহণ করেন। রেলি শেষে তালতলী সদর রোডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলা শাখার সভাপতি মাও. আফজাল হোসেন, তালতলী মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ ইসমাইল বিন হুসাইন, ছোট ভাইজোড়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ প্রমুখ।
Leave a Reply