রাহাত রওশন
শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। ঠিক এ সময় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসান এর কাছে ১০৫ দৃষ্টি প্রতিবন্ধী শীতবস্ত্র এর জন্য আবেদন করলে তিনি সদর উপজেলার ইউএনওকে নির্দেশ দেন।
সোমবার (১৬ জানুয়ারি) শরীয়তপুর সদর উপজেলায় বিনোদপুর ইউনিয়নে জাতীয় অন্ধ কল্যান সমিতির ১০৫ জন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) পৌছে দিয়েছে উপজেলা প্রশাসন শরীয়তপুর সদর।
এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, জ্যোতি বিকাশ চন্দ্র এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক সংবাদ সারাক্ষণকে বলেন আমরা ১০৫ জন কে শীতবস্ত্র কম্বল দিয়েছি। সরকারের যে সব সুযোগ-সুবিধা আছে তা থেকে যেন দৃষ্টি প্রতিবন্ধীরা বঞ্চিত না হয় সে ব্যবস্থাও তিনি গ্রহণ করবেন বলে জানান তিনি আরো বলেন
দৃষ্টি প্রতিবন্ধীরা কম্বল পাওয়া পরে খুশিতে উপজেলা প্রশাসন ও শরীয়তপুর জেলা প্রশাসক কে ধন্যবাদ জানিয়েছেন, আমাদের শীতবস্ত্র বিতরণের এ ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply