মল্লিক মো.জামালঃ পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পাঁচজন পতিতাকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের এর নেতৃত্বে বিশেষ অভিযান
পরিচালনা করে কুয়াকাটা সৈকত এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা গেছে, পর্যটন এলাকায় এসব ভ্রাম্যমাণ পতিতারা গণউপদ্রোপ সৃষ্টিসহ পর্যটকদের দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি এবং অসামাজিক কার্যকালাপে
আকৃষ্ট করে আসছিলো।
প্রচলিত আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের বলেন, কুয়াকাটা বিচ এলাকাকে পর্যটক বান্ধব এবং পর্যটকদের অবাধ বিচরণ যোগ্য করে তোলার লক্ষ্যে আমরা কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা এসব
পতিতাদের আইনের আওতায় নিয়ে আসছি। এর আগেও আমরা একাধিকবার এ সকল পতিতাদের আইনের আওতায় এনেছি। এই ধারাবাহিক বজায় থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply