জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ২০ কোটির বেশি ব্যবহারকারীর ই-মেইল অ্যাড্রেস চুরি করেছে হ্যাকাররা। পরে তা অনলাইন হ্যাকিং ফোরামে পোস্ট করেছে তারা। এক নিরাপত্তা গবেষকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
হ্যাকারের পরিচয় ও অবস্থান সম্পর্কে এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। ২০২১ সালে এসব তথ্যচুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ২৪ ডিসেম্বর হ্যাকিংয়ের বিষয়টি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ইসরায়েলি নিরাপত্তা গবেষক অ্যালন গ্যাল।
তার মতে, টুইটারে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যফাঁসের ঘটনা এটি। পরে তিনি এ বিষয়ে টুইটার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও সাড়া পাননি। তাছাড়া, এ বিষয়ে এখনো কোনও মন্তব্য করেনি টুইটার।
অনলাইন ফোরামে গ্রাহকদের যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেগুলো আসলেই টুইটার থেকে এসেছে কিনা সেটিও রয়টার্সের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। তবে সেখানে প্রকাশিত তথ্যে স্ক্রিনশট এরই মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কারা গ্রাহকদের এসব তথ্য ফাঁস করেছে, তাদের নাম-পরিচয়, ঠিকানা কিছুই জানা যায়নি।
ইলন মাস্ক টুইটারের মালিকানা কেনার পর থেকে একের পর এক বিতর্ক সৃষ্টি হচ্ছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে ঘিরে। কর্মী ছাঁটাই থেকে শুরু করে টাকার বিনিময়ে ভেরিফায়েড নীল টিক মার্ক, অবশেষে প্রকাশ্যে এলো হ্যাকারদের পাল্লায় পরার খবর।
Leave a Reply