আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং – সালন্দর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে শারীরিক ভাবে লাঞ্চিত করার অভিযোগ এনে সালন্দর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নিখিল চন্দ্র রায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক, সদর উপজেলার নির্বাহী অফিসার এবং ১২নং – সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ প্রেরণ করেন। গ্রাম পুলিশের অভিযোগের বিষয় লইয়া ইউনিয়ন পরিষদের সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ থেকে জানা গেছে, গ্রাম পুলিশ নিখিল চন্দ্র রায় এ মাসের ১১ তারিখে তার পরিচিত এক ব্যক্তির ঔষুধের দোকানের ট্রেড লাইসেন্স এর জন্য সালন্দর পরিষদের সচিব মোঃ আনোয়ারুল ইসলামের কাছে গেলে সচিব ২ ঘন্টা পর আসতে বলে। সচিবের কথামত গ্রাম পুলিশ ২ ঘন্টা পর সচিবের কাছে গেলে সচিব গ্রাম পুলিশ কে মারতে উদ্ধ্যত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তার রুম থেকে বের করে দেয়। এই ঘটনার পরে গ্রাম পুলিশ সু-বিচার চেয়ে চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যান কিছু করতে পারবেন না বলে জানান। পরবর্তীতে গ্রাম পুলিশ নিরুপায় হয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক, সদর উপজেলার নির্বাহী অফিসার এবং ১২নং- সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর সচিব আনোয়ারুল এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দাখিল করেন। এরূপ ঘটনা ইতিপূর্বে আরো অনেক ঘটিয়েছে বলেন, সালন্দর ইউনিয়নের সাধারণ মানুষ । জন্ম নিবন্ধন বিষয়ে ও ৪০ দিন কর্মসূচির বিষয়ে এবং ভিজিএফ ,ভিজিডি বিভিন্ন বিষয়ের সাধারণ মানুষের সাথে বিরূপ আচরণ করেন এবং টাকা ছাড়া কোন কাজেই করেন না এই সচিব আনোয়ারুল ইসলাম । সালন্দর ইউনিয়ন পরিষদের প্রতিটি গ্রাম্য পুলিশের সাথে বিরূপ আচরণ করেন বলেন, গ্রাম্য পুলিশরা । সালন্দর ইউনিয়নের সাধারণ মানুষ সহ সকলের দাবি এই সচিবের সুষ্ঠ বিচার চাই সকলে ।
Leave a Reply