ভারতকে হোয়াইটওয়াশের হাতছানি বাংলাদেশের সামনে। স্পোর্টিং উইকেটে ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারলে সিরিজ ৩-০ করা সম্ভব বলছেন টাইগারদের ফিল্ডিং কোচ। অন্যদিকে হারের ধাক্কা আর ইনজুরি জর্জরিত ভারত দলের লক্ষ্য শেষ ম্যাচে জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়ানো। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর বারোটায়।
বাংলাদেশ দলে সবচেয়ে চাপে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের কঠিন সময়ে ৭৭ রানের একটা ইনিংসে বুঝিয়ে দিয়েছেন ফুরিয়ে যাননি। তবে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম রানের দেখা পাচ্ছেন না। তৃতীয় ম্যাচের আগে দুইজনকে দেখা গেল দুই রকম মুডে।
নেটে মুশফিক ব্যাট করে গেছেন দলের অনুশীলনের শুরু থেকে শেষ পর্যন্ত। হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ দলের চিন্তা মুশফিক ও টপ ৫ ব্যাটারকে নিয়ে।
বাংলাদেশের ফিলিং কোচ শন ম্যাকডরমট বলেন, মুশফিক রান পাচ্ছে না তা ঠিক। তবে ও বাংলাদেশের সবচেয়ে কার্যকর ব্যাটসম্যান। আমার বিশ্বাস ও ঠিকই রানের দেখা পাবে। আর এই মাঠে জয় পেতে হলে অবশ্যই টপ পাঁচজন ব্যাটারকে রান করতে হবে।
প্রথম দুই ম্যাচে রিয়াদ ও মিরাজে পার পেয়েছে বাংলাদেশ। নিশ্চিত হয়েছে সিরিজ, নির্ভার থেকে খেলার সুযোগ এসেছে। চট্টগ্রাম পৌঁছে ম্যাচের আগের দিনে অনুশীলন করেননি সাকিব, মিরাজ মুস্তাফিজ, এবাদত ও অধিনায়ক লিটন।
ফিলিং কোচ শন ম্যাকডরমট আরও বলেন, ওদের রোহিত শর্মা নেই এটা আমাদের জন্য স্বস্তি। তবে আমরা নিশ্চিত জয় পাচ্ছি ভাবার কোন কারণ নেই। ওদের ভালো রিপ্লেসমেন্ট আছে। আমাদের তিন ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। ভারত চাইবে শেষ ম্যাচে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করতে, অন্যদিকে বাংলাদেশের লক্ষ একটাই হোয়াইটওয়াশ।
ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর বলেন, অবশ্যই আমরা জয়ের জন্য নামবো। সিরিজটা ভালোভাবে শেষ হোক সেটাই চাইবো। ইনজুর বড় সমস্যায় ফেলেছে আমাদের। তারপরেও আমার বিশ্বাস আমরা সেরাটা দিতে পারলে জয় পাবো।
Leave a Reply