আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট কমিটির ৪ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় । সভাপতি পদে আমিনুল হক ( সাবেক সভাপতি) সাপ্তাহিক ফলোআপ পত্রিকার রুহিয়া থানা প্রতিনিধি পূনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মজাহারুল ইসলাম বাদল দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি , সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম ( সাবেক সাধারণ সম্পাদক) দৈনিক ভোরের দর্পন পত্রিকার রুহিয়া থানা প্রতিনিধি, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কায়সার হোসেন দৈনিক মানব বার্তা পত্রিকার রুহিয়া থানা প্রতিনিধি , সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুদরত আলী ( সাবেক গবেষণা ও প্রকাশনা সম্পাদক) দৈনিক একুশে সংবাদ পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি ,নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দুলাল হক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার রুহিয়া থানা প্রতিনিধি কোষাধ্যক্ষ পদে ওমর ফারুক লিটন( সাবেক কোষাধ্যক্ষ) পূনরায় নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রুবেল রানা দৈনিক গনতন্ত্র পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি।
কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহ সভাপতি পদে ফারুক হোসেন, নির্বাহী সদস্য পদে আলমগীর হোসেন ও মোস্তাফিজুর রহমান আকাশ নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০- ১২ ঘটিকা পর্যন্ত রুহিয়া ডিগ্রি কলেজ অনার্স ভবনে রুহিয়া থানা প্রেসক্লাবের ভোট গ্রহণ শুরু হয় শান্তি পূর্ণ নির্বাচনের মাধ্যমে বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ করেন। নির্বাচন গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার সফিকুল ইসলাম সফি সহকারী প্রিজাইডিং অফিসার নুর ইসলাম মাহেলা এবং রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানার উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনা এ্যাড, সিরাজুম মনির সাইমুম।
Leave a Reply