রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

স্থানীয় বাজারে স্বর্ণের দাম বেড়েছে

  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১১.৪৬ এএম
  • ১১৭ বার পড়া হয়েছে

স্থানীয় বাজারে পাঁচ দিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে। নতুন করে এক হাজার ৭৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী- সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বেড়ে ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারিত হয়েছে।

আজ শুক্রবার থেকে নতুন এ নতুন মূল্য কার্যকর হবে।

এর আগে গত রোববার (১৩ নভেম্বর) সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়। তখন স্বর্ণের দাম ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠকে মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সইকৃত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ নভেম্বর থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা করা হয়েছে।

এক হাজার ৬৩৩ টাকা বেড়ে স্বর্ণের দাম হয়েছে ৮০ হাজার ৩৬৫ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বেড়ে হয়েছে ৬৮ হাজার ৯৩৪ টাকা।

সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫৬ হাজার ৬৮৭ টাকা করা হয়েছে।

অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী- ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪৩৫ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com