বাংলাদেশ কোস্টগার্ড কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকার একটি পরিত্যক্ত নৌকা থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।
আজ শুক্রবার ভোরে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় এসব ইয়াবা একটি ইঞ্জিন চালিত নৌকায় পাচার হচ্ছে বলে খবর পেয়ে কোস্ট গার্ড অভিয়ান চালায়।
ইয়াবার জন্য ব্যবহৃত নৌকাটি জব্দ করা হলেও কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
তিনি বলেন, ইয়াবা পরিবহনের সঙ্গে জড়িত দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।
Leave a Reply