আসন্ন শীতকে সামনে রেখে সারাদেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কম্বল প্রদান করেছে ব্র্যাক ব্যাংক।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ নভেম্বর ২০২২ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর পরিচালক ফারুক মঈনউদ্দীন আহমেদের নিকট থেকে একটি প্রতীকী কম্বল গ্রহণ করেন। এ সময় ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম মাসুদ রানা, এফসিএ উপস্থিত ছিলেন। শীতার্তদের সেবায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এবার মোট ৭৫,০০০টি কম্বল দিবে ব্র্যাক ব্যাংক।
এই মানবিক উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম মাসুদ রানা, এফসিএ বলেন: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি এই তিনটি দর্শনের আলোকে, সমাজকল্যাণমূলক কাজ আমাদের ব্যাংকের মূল্যবোধের সাথে মিশে আছে। আমরা বিশ্বাস করি, যেই সমাজে আমরা কাজ করি সেখানকার অপেক্ষাকৃত ভাগ্যবঞ্চিত সদস্যদের সাহায্য করা আমাদের দায়িত্ব। এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংক-এর আন্তরিকতা ও উষ্ণতার প্রতীক, যা এই শীতে মানুষের দুর্ভোগ প্রশমণে কিছুটা হলেও কাজে আসবে।
Leave a Reply