শাহজাহানপুরের ডিআইটি রোডে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের একটি দল।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আমিন ভূইয়া (৫৫), মোঃ সাইদুল ইসলাম ওরফে রিমন (২৯), মোঃ ফয়সাল ওরফে রমেল (২৬) ও মোসাঃ নাসিমা (৪২)।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারি পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম ডিএমপি নিউজকে বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মনবাড়ীয়ার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতেন। পরবর্তী সময়ে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এ বিষয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply