আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে রাত ৯ টায় এক মিনিটের জন্য সারাদেশের আলো নিভিয়ে প্রতীকী ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার ঢাকায় সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, গণহত্যা দিবস এবং এর পরদিন ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তিনি বলেন, এবছর করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে স্বাধীনতা দিবসের কর্মসূচী সীমিত করা হয়েছে। তিনি আরো বলেন, ২৫ ও ২৬ শে মার্চ ব্যাপক জনসমাবেশকে নিরুৎসাহিত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানগুলো উন্মুক্ত স্থানে না করে ঘরোয়া ভাবে পালনের জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply