দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে ৩ দশমিক ৬৬ শতাংশ। শনিবার করোনা শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬০ শতাংশ। আজ কমে হয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে। আগের দিন এই রোগে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ ৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ২ হাজার ১৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৯৯ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৫১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৪ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৯৪ জন। শনাক্তের হার ৯ দশমিক ৮৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ।
Leave a Reply