রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০.২৯ পিএম
  • ৮৯ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নংওয়ার্ড  কাঠগড় সৈকত কমিউনিটি সেন্টারে এম আর আজিমের পক্ষ থেকে ও পতেঙ্গা থানা যুবলীগের উদ্দ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়।২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।

এম ফারুক হাসানের সভাপতিত্বে,উক্ত দোয়া ও মোনাজাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ নাজিমউদ্দীন।

অন্যন্যোদের মধ্যে উপস্থিত ছিলেন,৪০ নং ওয়ার্ড যুবলীগ নেতা আজগর অনিক ,ফখরুল রনি, এইচ এম জামাল উদ্দিন ফারুক নাছির,মাহাবুব আলম,মাহাবুব সুমন, পারবেজ,রায়হান,গিয়াস উদ্দিন (মনির)লিটন দেব, সোলাইমান, জাহিদুল ইসলাম,মুন্না,মোঃ আবছার,মোঃ দিদারুল আলম দিদার, মোঃ তৈয়ব মোঃ ইয়াকুব নয়ন আশিক ও প্রমুখ।

উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বক্তারা বলেন,
লাখো-কোটি মানুষের প্রানের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যোগ্য উত্তরসূরি বাংলাদেশের ১৬ কোটি মানুষের অহংকার। দেশ উন্নয়নের অগ্র পথিক আধুনিক বাংলার রুপকার দেশের অন্যতম বৃহৎ প্রকল্প পদ্মাসেতু সহ অন্যান্য যে সকল বৃহৎ উন্নয়নমূলক কাজ বাংলার জনগণকে উপহার দিয়েছেন।যার মাধ্যমে দেশের অসংখ্য পরিবারের কর্মসংস্থানের মাধ্যমে জীবিকা নির্বাহ করার সুযোগ পেয়েছে,এবং শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আলোর ঝলকে আলোকিত করতে সক্ষম হয়েছেন বিদ্যুৎ উন্নয়নের মাধ্যো দিয়ে।

শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি দেশের এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না,দেশের প্রান্ত থেকে প্রান্তরে যোগাযোগের ব্যবস্থা সড়ক ও জনপথ চলাচলের ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে সকল বাধা-বিপত্তি ও বিরোধী পক্ষের সমালোচনাকে দু’পায়ে মাড়িয়ে নিরলসভাবে উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রেখে আজ স্বাবলম্বি দেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশকে।

বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নে গড়া দেশের উন্নয়নের প্রতীক হিসেবে আজও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা,তবে ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু সহ স্ব পরিবার এবং দেশের বরেণ্য জ্ঞানী গুণী ব্যক্তিদের ঘাতকদের বুলেটের আঘাতে নির্মম ভাবে নিহত হতে হয়েছিল,আর তখন যদি বঙ্গবন্ধুর ঔরসজাতক শেষ চিহ্ন শেখ হাসিনা এবং শেখ রেহানা যদি বাংলাদেশে অবস্থান করতো তাহলে আজ হয়তো আমরা এই উন্নয়নের স্বাদ গ্রহণ করতে পারতাম না।এবং স্বাধীনতার স্বপক্ষের পতাকা আকাশে উড়ানোর সম্ভব হতো না।

বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে পাকিস্তানি পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধের বিনিময়ে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল,কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বার বার স্বাধীনতাবিরোধী অপশক্তির কাছে চক্ষুশূল হওয়ার কারণে মৃত্যুর পথযাত্রী হয়ে আজও পরম করুনাময়ের অশেষ রহমতে এবং দেশ ও জনগণের অকৃত্রিম ভালবাসা ও দোয়া থাকার জন্য তিনি বেঁচে আছেন বিধায় আজ আমরা তার ৭৬ তম জন্মদিন পালন করতে সক্ষম হচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com