দুর্নীতি দমন কমিশনের (দুদক) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করা বাংলাদেশ জাতীয় ক্রিকেটর দলের অধিনায়ক (টেস্ট ও টি-টেয়েন্টি) সাকিব আল হাসানের বিষয়ে যেকোনো সিদ্ধান্তের অপেক্ষা করতে বলেছেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন দুদক সচিব।
মাহবুব হোসেন জানান, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ২০১৮ সালে সাকিব আল হাসানের সঙ্গে দুদকের যে চুক্তি হয়েছিল তা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। এছাড়া আমাদের হটলাইন-১০৬ উদ্বোধন কালেও তার সঙ্গে কাজ করা হয়। এরপর দীর্ঘদিন তার সঙ্গে কোনও কার্যক্রম হয়নি। সার্বিক যেটা আপনারা যেটা বললেন সে বিষয়টি প্রয়োজনে কমিশন দেখবে, সেজন্য অপেক্ষা করতে হবে।
ক্রিকেটের বাইরেও নানান ইস্যুতে বরাবরই আলোচনায় থাকেন সাকিব আল হাসান। সম্প্রতি তার বিরুদ্ধে জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, শেয়ারবাজারে কারসাজির পর নিজের বাবার নাম জালিয়াতি করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, খন্দকার মাসরুর রেজার পরিবর্তে কোম্পানি ফর্মে সাকিবের বাবার নাম দেয়া হয়েছে কাজী আব্দুল লতিফ। যদিও মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ফর্মে সাকিব আল হাসানের বাবার নাম খন্দকার মাশরুর রেজার জায়গায় ‘ভুলক্রমে’ ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসানের বাবা কাজী আব্দুল লতিফের নাম উঠে এসেছে বলে দাবি করা হয়েছে।
Leave a Reply