মাহমুদুর রহমান (তুরান),ফরিদপুর জেলা প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা-অধিকার ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে গোয়ালচামটে অবস্হিত ফরিদপুর পিয়ারলেস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তাদের নিকট থেকে লিভারের টেস্ট S G P T, P N S ও Neck X-ray সহ বিভিন্ন সেবার মূল্য প্রদর্শিত ধার্য্যমূল্য থেকে অনেক বেশি নেয়া, প্যাথলজিতে বিভিন্ন টেস্টে ব্যবহৃত রিয়েজেন্ট মেয়াদোত্তীর্ণ হওয়ায় যথাযথভাবে সংরক্ষণ না করা এবং প্যাথলজিস্ট ডাক্তারের পূর্বে স্বাক্ষর করা প্রায় ২৮২ টি রিপোর্ট প্যাড জব্দ করা সহ প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২টি ধারায় মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। বেলা ১০ঃ৩০ মিনিট হতে বেলা ১১ঃ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
মাহমুদুর রহমান(তুরান)
Leave a Reply