মুহম্মদ আবুল বাশারঃ সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।নূরে মুজাসসাম রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দরুদ শরীফ ও সালাম। সোমবার ৪৮ তম দিন
চলমান ৪৫ দিনব্যাপী ওয়াজ মাহফিলের ৬ষ্ট দিন অতিবাহিত হচ্ছে। সাইয়্যিদুল আইয়াদ শরীফ মাহফিলের প্রতিষ্টাতা ও পৃষ্টপোষকঃ হলেন রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম। আলোচনার বিষয় সূচীর মধ্যে রয়েছে ১.হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সুমহান ফাযায়িল-ফযীলত বর্ণনা। আলোচকঃমুহম্মদ নজরুল ইসলাম২.আনজুমানের দাওয়াতের গুরুত্ব ও তারতীব। আলোচকঃমুহম্মদ আমিনুল ইসলাম নাহীন৩.পিতা-মাতার হক্ব।আলোচকঃমুহম্মদ রিদ্বওয়ানুল্লাহ পাটোয়ারী।আগামীকাল ৪৯তম দিনের বিষয় সূচীর মধ্যে-১.হযরত শায়খ আলাইহিস সালাম উনার প্রতি আদব ও হুসনে জন।আলোচকঃ মুহম্মদ শাহজাহান ২. পবিত্র সুন্নত মুবারক।
আলোচকঃমুনযির মুহম্মদ গিয়াসুদ্দীন।৩.হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম হচ্ছেন কায়িনাতের নিরাপত্তা দানকারী।আলোচকঃ মুহম্মদ ফয়সালুর রহমান খান।উল্লেখ্য যে,এছাড়াও আলোচনার মধ্যে রয়েছে ইসলামের সঠিক আহলে সুন্নত উনার আকিদা পোষণ,বিষয় ভিত্তিক ওয়াজ,মিলাদ শরীফ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাযাত করা হয়।
Leave a Reply