মুহম্মদ আবুল বাশারঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজের ৬০তম প্রতিষ্টা বার্ষিকীতে আনন্দ মিছিল বের করে মেডিকেল কলেজ ক্যম্পাস প্রদক্ষিন করেন। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ)মহাসচিব ও ময়মনসিংহের কৃতি সন্তান অধ্যাপক ডাঃ এম এ আজিজ। প্রধান অতিথির বক্তব্যে স্বাচিপের মহাসচিব ডাঃ এমএ আজিজ বলেন মহান মুক্তিযুদ্ধের পক্ষের সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার আদর্শ অনুসরন করে ক্ষমতায় থেকে সরকার দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।সম্মানিত ডাক্তারগণ আপনারা দেশ জাতির কল্যাণে এক নিষ্টভাবে সেবা দানের আহবান করেন। স্বাস্হ্য খাতে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য,এম ১২ ব্যাচ এর ছাত্র বীর মুক্তিযোদ্ধা মে.জ.(অব) অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যালামনাই এসোসিয়েশন এর আহবায়ক অধ্যাপক ডাঃ সানাওয়ার হোসেন। অনুষ্টান পরিচালনা করেন প্রফেসর ডাঃ বায়েজিদ খুরশিদ রিয়াজ। এছাড়াও বক্তব্য রাখেন স্বাচিপ এর যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ উওম কুমার বড়ুয়া,আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া সহ আরো অনেকেই।
Leave a Reply