দেশের প্রতিটি মানুষ যেন হাসপাতালের বেডে থেকে চিকিৎসা সেবা নিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪টি শেখ রাসেল স্কানুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কেউ যেন হাসপাতালের মেঝেতে থেকে কষ্ট না পায়,সবাইকে বেডে রেখে চিকিৎসা সেবা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা হাসপাতালে স্কানু চালু করা হবে বলে জানান তিনি। এছাড়াও এ্যাম্বুলেন্স সেবাকে অ্যাপ এর মাধ্যমে ডিজিটালাইজড করা হবে বলেও জানান মন্ত্রী।
Leave a Reply