আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার বিষয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
ইভিএমের দাম ঠিক করতে, বাজার দর যাচাই-বাছাই সংক্রান্ত কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান কমিশন সচিব। আগামী সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
নতুন করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য বেশ কয়েকদিন ধরেই বৈঠক করে যাচ্ছে নির্বাচন কমিশন।
ইভিএম কেনার প্রকল্পের বিষয়টি নির্বাচন কমিশনের মঙ্গলবারের বৈঠকে তোলা হলে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি স্থগিত হয়ে যায়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বর্তমান কমিশনের সপ্তম সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার একথা জানিয়ে বলেন, সোমবার ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
তিনি বলেন, ইভিএম কেনার প্রকল্প সিদ্ধান্ত ছাড়াই সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। কত দামে ইভিএম কেনা হবে, সেটি যাচাই করতে বাছাই কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।
বাজার দর কমিটির যাচাইয়ের পরই আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সভায় ইভিএম কেনার প্রকল্প চূড়ান্ত করা হবে। নতুন এই প্রকল্পের মাধ্যমে দুই লাখ ইভিএম কিনতে চায় কমিশন।
তিনি জানান, জাতীয় নির্বাচন ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে।
তাই প্রকল্প দ্রুত পাস না হলে ১৫০ আসনে ইভিএমের ভোট করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে কমিশনের হাতে আর সময় থাকবে না।
নির্বাচন কমিশনের সংগ্রহে বর্তমানে দেড় লাখের মতো ইভিএম রয়েছে। যদিও সেখান থেকে বেশ কিছু ইভিএম নষ্ট ও চুরি হয়ে গেছে।
ইভিএম মেশিনের যন্ত্রাংশ কোন দেশ থেকে আনা হবে, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
প্রকল্পের আকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবারে যখন সভা হবে, তখন আমরা বিস্তারিত জানাব।
সচিব জানান, কমিটি তাদের কাজ শেষ করতে পারেনি বলেই ইভিএম কেনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। গত আগস্টে ২২টি রাজনৈতিক দল ইভিএম নিয়ে মতামত দিয়েছিল।
এর মধ্যে ৯টি দল সরাসরি ইভিএমের বিপক্ষে মত দেয়। আরও ৫টি দল ইভিএম নিয়ে সংশয় ও সন্দেহের কথা জানায়। শুধু আওয়ামী লীগসহ চার দল ইভিএমে ভোটের পক্ষে অবস্থান জানায়।
সম্প্রতি সিইসি বলেছেন, আগামী নির্বাচনে আমরা ১৫০টি আসনে ইভিএম এবং ১৫০টিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।
Leave a Reply