রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

সাব-রেজিস্ট্রার ও ভুয়া জমির মালিক সাজিয়ে প্রতারণা, গ্রেফতার-২

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৯.১৭ পিএম
  • ৮৮ বার পড়া হয়েছে

ভুয়া জমির মালিক ও সাব-রেজিষ্ট্রার সাজিয়ে জমি বিক্রয়কারী প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃতদের নাম  মুক্তা আক্তার ও মোঃ তুষার মিয়া।

সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তোহিদুল ইসলাম, বিপিএম (বার) জানান,  গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা সুকৌশলে জমির ক্রেতাদের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করে। প্রথমে এক দুইটি জমি সঠিক ও যাচাই সাপেক্ষে ক্রয় করতে সহায়তা করে।

পরবর্তীতে বিশ্বস্ততা অর্জন করলে তারা চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে ফাঁদ পাতে। তারা পূর্বাচল কেন্দ্রিক রাজউকের বিভিন্ন প্লটের ভুয়া সরকারী বরাদ্দপত্র, অফিস আদেশ, মালিকানা সার্টিফিকেট, বিক্রয়ের অনুমতিপত্রসহ আনুসাঙ্গিক কাগজপত্র তৈরি করে। তারা রূপগঞ্জ থেকে ভুয়া সাব-রেজিস্ট্রার অফিস কর্তৃক কমিশনে আসা নিজস্ব লোকজনের সহায়তায় ইয়ুথ গ্রুপের অফিসে বসে রেজিষ্ট্রেশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে। এমনি এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ জুলাই, ২০২২ কাফরুল থানায় একটি মামলা রুজু হয়।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিম।

তিনি বলেন, মামলাটি তদন্তকালে সোমবার (১২ সেপ্টেম্বর ২০২২) সন্ধ্যা ৭:১৫টায় ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

কাফরুল থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com