সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৬

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০, ৫.৩৬ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোমবার ছয় জনে পৌঁছেছে। দেশের উত্তর-পশ্চিম প্রশান্ত অঞ্চলের পথ ধরে ভাইরাসটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।
জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৩ হাজার ১০০ লোক মারা গেছে। খবর এএফপি’র।
আন্দোরা, চেক প্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া লাটভিয়া, পর্তূগাল, তিউনিসিয়া ও সৌদি আরব এবং আফ্রিকার সাব-সাহারাভূক্ত দ্বিতীয় দেশ সেনেগালে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে মৃতদের প্রত্যেকেই ওয়াশিংটনের। কর্মকর্তারা বাসিন্দাদের রোগ প্রশমনে স্থান পরিবর্তনের বিষয়ে সতর্ক করেছে।
কিং কাউন্টির পাঁচ ব্যক্তি ভাইরাসে মারা গেছে। সেখানকার এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন,‘আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে তা সকলের জন্যেই ঝুঁকির।’ কিং কাউন্টি সিয়াটল নগরীর কাছে অবস্থিত। জনবহুল সিয়াটলে প্রায় সাত লাখ লোকের বসবাস।
এদিকে ভাইরাসের হুমকিকে গুরুত্ব দিচ্ছেনা বলে হোয়াইট হাউসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঘোষণা দিয়েছেন, গ্রীস্মে বা তার আগেই এর প্রকৃত চিকিৎসা মানুষের কাছে পৌঁছে যাবে।
চীনে সোমবার আরো ৪২ জনের মৃত্যুর কথা জানা গেছে। মধ্যাঞ্চল হুবেই প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯১২ জনে। হুবেই প্রদেশের রাজধানী উহানের এক বন্য প্রাণীর বাজার থেকে এ ভাইরাসের উৎপত্তি বলে মনে করা হয়।
চীনে গড়পড়তা নতুন আক্রান্তের সংখ্যা ২০২ জন । তবে গত জানুয়ারির তুলনায় বর্তমানে আক্রান্তের সংখ্যা কমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com