সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

নওগাঁ হাসপাতালে মুভি বাংলা টিভির  সাংবাদিককে লাঞ্ছিত  

  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৫.১২ পিএম
  • ৯৫ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা প্রতিনিধিঃ এবার  নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে মুভি বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধিকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
 শুক্রবার বিকেল  পাঁচটার সময় নওগাঁ সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।
 সাংবাদিক অন্তর আহমেদ বলেন,   দৈনিক আজকের প্রভাত ও দেশ আজকাল প্রত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মো. সুজন রানা হঠাৎ বুকে ব্যথা ও বোমি  শুরু করলে তাঁকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালের  ইমারজেন্সি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ( চিকিৎসক)  লুমা তার রুমে থাকা সব রোগীদের  বের করে দিয়ে ঔষধ কোম্পানির রিপেজেনটিভ নবেল হোসেনের উপহার  দেওয়া রুমে লাগানোর পর্দা নিয়ে তার সাথে  আলাপ-আলোচনা করতে থাকে।
 এসময়  কর্তব্যরত ডাক্তার লুমাকে রোগী দেখার জন্য অনুরোধ করলে তিনি সাংবাদিকের উপর চওড়া হোন  এবং রাগান্বিত কন্ঠে বলেন ওষুধ কোম্পানির লোক যে কোনো মুহূর্তে হাসপাতালে আসবে এবং ডাক্তার ভিজিট করতে পারবে তাদের কোন নিদিষ্ট সময়ের প্রয়োজন নেই। এই বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নাই। আপনার এতে সমস্যা কি। ওই চিকিৎসকের এমন ব্যবহারের ভিডিও ধারন করতে লাগলে তিনি আরো চওড়া হোন  একপর্যায়ে ডাক্তারের নির্দেশে  ঔষধ কোম্পানির রিপেজেনটিভ নবেল হোসেন ও হাসপাতালের ট্রলি ম্যান জাহিদ এসে অকথ্য ভাষায় গালিগালাজ  করে ভিডিও ধারণ করা মোবাইল কেড়ে নেয় এবং  মারধর করে বের করে দেয়।
এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ হাসান চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ ছুটির দিন আমি বাসায় আছি এই বিষয়ে আমি জেনেছি আগামীকাল আসেন বিষয়টি দেখব।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নজরুল ইসলাম জুয়েল বলেন,  অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com