সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক কে এম রুবেলের উপরে সন্ত্রাসী হামলা।

  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১.৩৪ পিএম
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর বন্দরডমো থানাধীন ৩৮নং ওয়ার্ড কার্টুন ফ্যাক্টরি কলসী দিঘীর পাড় রোড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে অবৈধ টমটমের লাইনম্যান ওয়াসিম

সংবাদকর্মীদের উপরে ক্ষিপ্ত হয়ে অখ্যাত ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে সাংবাদিক কে এম রুবেল এর উপরে হামলা করেন অবৈধ টমটমের লাইনম্যান ওয়াসিম।

৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার সময় সংবাদকর্মীদের সাথে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

হামলা বিষয়ে কে এম রুবেল এর কাছে জানতে চাইলে তিনি বলেন,গতকাল ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে কলসী দিঘীর পাড় কার্টুন ফ্যাক্টরি এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে শরবত খাচ্ছিলেন এ সময় লাইনম্যান ওয়াসিম এসে বলেন মোটরসাইকেলটি রাস্তার পাশে কেন রাখছেন বলে অখ্যাত ভাষায় গালাগালি শুরু করেছে।

তিনি আর ও বলেন,অবৈধ টমটমের লাইনম্যন ওয়াসিম সাংবাদিক কে এম রুবেলকে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করেন সেই সাথে সাংবাদিকদেরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন লাইনম্যান ওয়াসিম, এসময় ঘটনাস্থালে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং হামলাকারী ওয়াসিমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন বলে জানান সাংবাদিক কে এম রুবেল।

এদিকে হামলার বিষয় নিয়ে অবৈধ টমটমের মালিক মোহাম্মদ আলীর মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন,আমার লাইনম্যান ওয়াসিম সে বিশাল বড় ভুল করেছে এবং ভুল করার কারনে সবার সামনে সাংবাদিক কে এম রুবেল ভাই এর কাছে পা ধরে ক্ষমা ও চেয়েছে,তবে ওয়াসিম যে ভুল কাজটি করেছে সেটা ঠিক করে নাই,সাংবাদিক কে এম রুবেল এর সাথে এধরনের ব্যবহার করার পরপরেই আমরা ওয়াসিমকে লাইন থেকে বের করে দিয়েছি।

তিনি বলেন,হামলার বিষয়টি নিয়ে সাংবাদিক কে এম রুবেল ভাই টেকের মোড় ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন ওয়াসিম এর বিরুদ্ধে,পরে ফাঁড়ির পুলিশ এসে ওয়াসিমকে ফাঁড়িতে প্রায় দুই ঘন্টা রেখে জিজ্ঞাসাবাদ করেন,পরে সাংবাদিক কে এম রুবেল ভাইয়ের হাত পা ধরে আবার ও ক্ষমা চেয়ে ফাঁড়ি থেকে চলে আসে লাইনম্যান ওয়াসিম।

তিনি বলেন,আপনারা চাইলে আমাদের লাইনটি বন্ধ দিতে পারেন,টমটমের এই লাইনটি দিয়ে অনেক পরিবারের সংসার চলে,ওয়াসিম যে ভুল কাজটি করেছে তার জন্য এদের পরিবারকে আপনারা কষ্ট দিয়েন না,আল্লাহ তালার দোহাই লাগে,আপনারা লাইনটি বন্ধ করবেন না,এক পর্যায়ে মোহাম্মদ আলী বলেন,টেকের মোড় ফাঁড়িকে প্রতিমাসে চা পানির খরচ কিছু দিতে হয়,তবে এই টাকা টিআই খায় না বলে জানান অবৈধ টমটমের মালিক মোহাম্মদ আলী বলেন,যার কল রেকর্ড রয়েছে সংবাদকর্মীর হাতে।

হামলার ব্যাপারে টমটম মালিক সাইফুলের মুঠোফোন একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে সাইফুল মুঠোফোনটি রিসিভ না করে বার বার কেটে দেন,তবে লাইনম্যান ওয়াসিম এর হয়ে টেকের মোড় ফাঁড়ির সোর্চ জাকির হোসেন,সাংবাদিক কে এম রুবেলকে ফোন করে বলেন,যা হয়েছে এর পরে আর কোন কথা বলার দরকার নেই বলে হুমকি দেন টেকের মোড় ফাঁড়ির সোর্চ জাকির হোসেন।

সাংবাদিক হামলার ব্যাপারে টেকের মোড় ফাঁড়ির ইনচার্জ ইয়াছিন এর কাছে জানতে চাইলে তিনি গনমাধ্যমকে বলেন,সাংবাদিক কে এম রুবেল ভাই গতকালকে লাইনম্যান ওয়াসিমকে গরিব মানুষ মনে করে তাকে ক্ষমা করে দিয়েছেন,তবে তারা যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে,আপনারা মামলা দিলে আমরা মামলা নিব বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ ইয়াছিন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com