রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গেই কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ব্রিটিশ রাজের নতুন অধিপতি হয়েছে প্রিন্স চার্লস।
তবে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজ হতে চার্লসকে বেশ কিছু প্রথা ও রীতি এবং রাজকীয় সব আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে যেতে হবে। এতে সময় লেগে যাবে বেশ কিছু দিন।
এখন থেকে তিনি পরিচিত হবেন রাজা তৃতীয় চার্লস নামে। রানির মৃত্যুর পর এক নাম বাছাই ছিলো তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি।
চার্লস ফিলিপ আর্থার জর্জ- একটি চারটি থেকে যে কোন একটি নাম বেছে নিতে হতো তাঁকে। তিনি সবচেয়ে পরিচিত ও এতোদিন নামের সঙ্গে থাকা চার্লসই বেছে নিয়েছেন।
চার্লসের স্ত্রীর জন্যও নতুন পদবী আসবে। তার পূর্ণাঙ্গ পদবী হলো কুইন কনসর্ট। কনসর্ট শব্দটি রাজা বা রানির স্ত্রী অথবা স্বামীর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
রানির মৃত্যু প্রথম ২৪ ঘণ্টার মধ্যে চার্লস আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষিত হবেন। এটি ঘটবে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে- অ্যাকসেশন কাউন্সিল নামে একটি সংঘের সামনে।
এই সংঘে রয়েছে প্রিভি কাউন্সিলের সদস্যরা, যারা ব্রিটিশ রাজ ও পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া আর ভিআইপিসহ মোট সদস্যের সংখ্যা সাতশ’ এর উপরে।
রাজার অভিষেক অনুষ্ঠানে সব সদস্যের যোগ দেয়ার এখতিয়ার রয়েছে। তবে সময় কম থাকায় চার্লসের অনুষ্ঠানে সব সদস্য উপস্থিতি নাও থাকতে পারেন।
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আগামী কয়েক সপ্তাহেই যুক্তরাজ্যে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন।
যুক্তরাজ্যের নতুন রাজা রানির বড় ছেলে চার্লস। তিনি এতদিন প্রিন্স অব ওয়েলস নামে পরিচিত ছিলেন।
ক্ষমতার এই পালাবদলেই মূলত বদলে যাবে অনেক কিছু। এর মধ্যে অন্যতম হল যুক্তরাজ্যের জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কুইন’।
দ্য নিউ ইয়র্ক টাইমস’ জানায়, ১৯৫২ সাল থেকে যে জাতীয় সংগীত ব্রিটিশরা গেয়ে আসছিলেন, তা এই প্রথমবারের মতো বদলে যাবে রানির মৃত্যুতে।
এখন থেকে ‘গড সেভ দ্য কুইন’ এর বদলে ‘গড সেভ দ্য কিং’ গাইবে সবাই। এটি নিউ জিল্যান্ডেরও জাতীয় সঙ্গীত এবং অস্ট্রেলিয়া ও কানাডার রাজকীয় সঙ্গীত।
রাজ সিংহাসনে যিনি থাকেন তার ওপর নির্ভর করেই মূলত জাতীয় সংগীতের ভাষা পরিবর্তন হয়। আইনত কোনও বাধ্যবাধকতা না থাকায় তাৎক্ষণিকভাবেই এর ভাষা পরিবর্তন করা যায়।
তবে রাজা-রানির এই পরিবর্তন ছাড়া জাতীয় সংগীতের মূল কথাগুলো একই থাকবে। জাতীয় সঙ্গীত ছাড়ও নোট, কয়েন, স্ট্যাম্প, পোস্টবক্স এবং পাসপোর্ট সবকিছুতেই আসবে পরিবর্তন।
ব্রিটিশ কয়েন, ব্যাংক নোট এবং পোস্টাল স্ট্যাস্পে নতুন রাজার ছবি বসবে। সেগুলো তৈরি হবে নতুন ডিজাইনে।
নতুন ডিজাইনের কয়েন বা স্ট্যাম্প দেখতে কেমন হবে তা এখনও জানা নেই। তবে চার্লসের ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০১৮ সালে তার প্রতিকৃতি দিয়ে একটি কয়েন ইস্যু করাসহ ছয়টি নতুন স্ট্যাম্প প্রকাশ করা হয়েছিল।
নতুন নকশা অনেকটা সেরকমই হবে বলে মনে করা হচ্ছে। কয়েন, ব্যাংক নোটে নতুন এই পরিবর্তন আনতে কমপক্ষে দুবছর লাগতে পারে।
রানির মৃত্যুর মধ্য দিয়ে ব্রিটেন এবং কমনওয়েলথের দেশ গুলো জুড়ে অনেক প্রতিষ্ঠানের নামেও পরিবর্তন আসবে।
রানির নামে জারি করা ব্রিটিশ পাসপোর্টের ভেতরের মলাটের শব্দও পরিবর্তন হবে। সেখানে ‘হার মেজিস্টির’ জায়গায় হবে ‘হিজ মেজিস্টি’। বাকিংহাম প্যালেসের বাইরে কর্তব্যরত কুইন্স গার্ডের নামও পরিবর্তন হবে।
মূলত রানির জায়গা গুলোয় রাজা হবে। আইন গত দিক থেকে ঊর্ধ্বতন আইনজীবীদের পদবী পরিবর্তন হবে।
যেমন: কুইস কাউন্সেল বদলে হবে কিংস কাউন্সেল। কুইন্স বেঞ্চ ডিভিশন অব হাই কোর্ট বদলে হবে কিংস বেঞ্চ অব হাই কোর্ট।
আবার লন্ডনের ওয়েস্ট এন্ড-এ হার মেজিস্টি’স থিয়েটারও নাম বদলে হবে হিজ মেজিস্টিস থিয়েটার।
Leave a Reply