সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১১.৫৮ এএম
  • ৮১ বার পড়া হয়েছে

চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। ২০১৭ সালের পর থেকে অঞ্চলটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী কম্পন এটি। খবর বিবিসি ও রয়টার্সের

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে,  সোমবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চেংদু থেকে ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের লুডিং পার্বত্য এলাকায়।

ভূমিকম্পের প্রভাবে সিচুয়ানের প্রাদেশিক রাজধানী চেংদুর পাশাপাশি দূরবর্তী প্রদেশগুলোও কেঁপে ওঠে। কম্পনের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস দেখা গেছে। ধসের কারণে ভূমিকম্পের কেন্দ্রস্থল সংলগ্ন এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, অন্তত একটি এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৫০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা  বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রাদেশিক গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com