সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

ফরিদপুর বিত্রনপির মিছিলে হামলা আহত ২৫, আহতরা হাসপাতালে।

  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২.৫৫ পিএম
  • ৮১ বার পড়া হয়েছে

ফরিদপুর থেকেঃ বিত্রনপির ৪৪ তম, প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ফরিদপুর বিত্রনপির আনন্দ র‍্যালিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্হানীয় কোর্টপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুল,ফরিদপুর জেলা বিত্রনপির আহবায়ক এডঃ সৈয়দ মোদারেস আলী ইছা,সদস্য সচিব,একে কিবরিয়া স্বপন,সহ মোট ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই হামলার বিষয়,নিশ্চিত করে, গনমমাধ্যমের সাথে কথা বলেন,কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
তিনি এই প্রতিবেদক কে জানান, আমি সহ আমার শতাধিক নেতা কর্মী প্রথমে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে জরো হলে পুলিশ সেখানে বাঁধা দেয়।

এরপর জেলা কোর্টপাড় এলাকায় এসে নেতা কর্মীরা আনন্দ র‍্যালিতে যোগ দিলে, মিছিল শুরুর সাথে সাথেই হটাৎ পুলিশ বাধা দেয়, এবং চার পাশ থেকে আমি সহ আমার উপস্থিত নেতা কর্মীদের উপর সরকার দলীয় গুণ্ডাপাণ্ডা লাটিসোঠা নিয়ে হামলা করে।

পাশা-পাশি কতিপয় উশৃঙ্খল সরকার দলীয় সন্ত্রাসীরা আমাদের উপর বৃষ্টির মত ইট পাটকেল ছুঁড়তে থাকে।
এ সময় ইটের ও লাঠির আঘাতে, আমিসহ দলের ২৫ জন নেতা/ কর্মী আহত হন।

এর মধ্যে, ফরিদপুর জেলা বিত্রনপির আহবায়ক এডঃসৈয়দ মোদারেছ আলী ইছা, সদস্য সচিব,একে কিবরিয়া স্বপনও গুরতর আহত হন।
শহীদুল ইসলাম বাবুলের ইটের আঘাতে মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়, এডঃ ইছা, বুকে পিঠে মাথা হাতে এবং স্বপন বুকে, পিঠে পেটে হাঁটুতে ও কোমরে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হন।

শহিদুল ইসলাম বাবুল আরো বলেন, আমি নিজে থেকে সব প্রত্যক্ষ করেছি এবং সকল আহত নেতা কর্মীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ভর্তির ব্যবস্হা করেছি। পরবর্তীতে আমরা কি প্রোগ্রাম দিবো তাহা গনমাধ্যম কে আমরা বলবো।

উল্লেখ্য, উক্ত মিছিলে, ফরিদপুর বিত্রনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাশুকুর রহমানও উপস্থিত থেকে তিনিও সামান্য আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com