সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

গত আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৯ জন

  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৯.৫৪ পিএম
  • ৮০ বার পড়া হয়েছে

সারা দেশে গত আগস্ট মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫১৯ জন। আহত হয়েছে ৯৬১ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আর এসব নিহতের ৩৩ শতাংশ মোটরসাইকেলে। শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য মতে, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৬৯ জন শিশু এবং নারী ৬৪ জন। মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১৮৩টি। এতে নিহত হয়েছে ১৭২ জন। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমিক নয়-পাঁচ শতাংশ।

এছাড়া সড়ক দুর্ঘটনায় পথচারী মারা গেছে ১০৯ জন, যা মোট নিহতের ২১ শতাংশ। যাত্রী ও পথচারী ছাড়াও এসব দুর্ঘটনায় যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছে ৯৪ জন। এই সংখ্যা মোট নিহতের ১৮ দশমিক এক-এক শতাংশ।

৪৫৮টি দুর্ঘটনার মধ্যে ১৮৭টি ঘটেছে জাতীয় মহাসড়কে, যা শতকরা ৪০ দশমিক ৮২ শতাংশ। ১৫২টি আঞ্চলিক সড়কে,৭৯টি গ্রামীণ সড়কে, ৩১টি শহরের সড়কে এবং ৯টি দুর্ঘটনা অন্যান্য স্থানে ঘটেছে।

এসব দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ২১১টি হয়েছে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে, যা ৪৬ দশমিক ০৬ শতাংশ। ১১৩টি ঘটনায় পথচারী চাপা পড়েছেন, ৭২টিতে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, ৪৬টিতে যানবাহনের পেছনে আঘাত করা হয়েছে এবং ১৬টি দুর্ঘটনা অন্যান্য কারণে ঘটেছে।

গত এক মাসে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৭টি দুর্ঘটনায় ১৪২ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম সিলেট বিভাগে ১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। আর একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি ৩২টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন।

অন্যদিকে আগস্টে ১১টি নৌ দুর্ঘটনায় নিহত হয়েছে ৮ জন। নিখোঁজ ৬ জন। একই সময় ২৩টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে। সড়ক দুর্ঘটনায় গত জুলাই মাসে ৭৩৯ জন নিহত হওয়ার খবর দিয়েছিল তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com