নওগাঁ প্রতিনিধি :নওগাঁর মান্দা ও আত্রাইয়ে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনটি গরুসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৃথক এই বজ্রপাতের ঘটনা ঘটে। মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান,উপজলার প্রসাদপুর ইউনিয়নর গাবিন্দপুর গ্রামে বজ্রপাতে মাহিনী মাহন প্রামানিক (৭০) এর মৃত্যু হয়েছে। তিনি গাবিন্দপুর গ্রামর রাহুল চন্দ্র প্রামানিকের ছেলে।মাহিনী মাহন প্রামানিকের ছেলে অসীম প্রামানিক জানান, শুক্রবার দুপুর আকাশ কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টিও শুরু হয়। বৃষ্টির সময় বাবা মাহিনী মাহন বাড়ির উঠান থাকা গরুগুলা গােয়ালঘরে রাখার জন্য যান। এসময় বজ্রপাত ঘটলেই তিনি মারা যান। তার সঙ্গে থাকা তিনটি গরুও এসময় মারা যায়।
একই দিন একই সময়ে আএাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটকালুপাড়া গ্রামের মাঠে বজ্রপাতে এক জনের মৃত্যু হয়।
নিহতের পরিবার ও থানা জানায়,হাটকালুপাড়া গ্রামের গ্রাম পুলিশ নাছেরর ছেলে মৃত আলা উদ্দিন(৪৮) জমিতে সার দিচ্ছিলেন। হঠাৎ কালো মেঘ উঠে আসলেও আলা উদ্দিন জমিতে সার দিতে থাকে। এমতাবস্তায় মেঘে বিজলি চমকিয়ে বিকট শব্দে আলা উদ্দিনের মৃত্যু হয়।আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়েছি। অন্য কোনো ব্যাপার আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply