সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রন্ত হয়ে ১জনে মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ১০.০২ পিএম
  • ১১৪ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রন্ত হয়ে একজন মারা গেছেন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ২২ শতাংশ। বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৬ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৮ শতাংশে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আগের দিন এই রোগে আক্রান্ত হয়ে দুইজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩ হাজার ৭৬৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২১৬ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১২ হাজার ৩৭৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৯৭৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৭৩১নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৭ জন। শনাক্তের হার ৬ দশমিক ০২ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com