সিনিয়র স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম (বিপিএম, পিপিএম)-এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ), মো. মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, পটুয়াখালী সদর থানার নেতৃত্বে এসআই মাসুদ হাওলাদার সঙ্গীয় এসআই শিপন শেখ, এএসআই লিমন ও ফোর্সসহ পটুয়াখালী সদর থানার পশ্চিম হেতালিয়া কুড়ির খালের গোড়া এলাকায় শাহীন গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।জানা গেছে, শাহীন গাজীর বাড়ির ভাড়াটিয়া বিথী খাতুন (৩১), স্বামী মো. বশির হোসেন, সাং পশ্চিম হেতালিয়া, থানা ও জেলা পটুয়াখালীর বসতঘরে অভিযান পরিচালনা করে ২০২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং উক্ত ঘরে অবস্থানরত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মিজানুর রহমান সাগর আকন (৪০), পিতা-মো. রফিকুল ইসলাম আকন, সাং-পশ্চিম টাউন কালিকাপুর, ৯নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা পটুয়াখালী ও তার সহযোগী মো. আ. গফ্ফার হাং (৩২), পিতা আ. জলিল হাং, সাং-পশ্চিম টাউন কালিকাপুর, ৯নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, থানা ও জেলা পটুয়াখালী, বশির হোসেন (৪২), পিতা মো. ইউসুফ হাং, সাং পশ্চিম হেতালিয়া, থানা ও জেলা পটুয়াখালীগণের দখল ও নিয়ন্ত্রণ হতে সর্বমোট ৬০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মিজান আকন একাধিক মাদক মামলার পলাতক ও দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলেিইয়াবাগুলো জব্দ করা হয়।
Leave a Reply