মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রামের ওয়াসাস্থ বড় মসজিদ মাঠ এলাকায় রিজার্ভ সার্ভিস বাস মিনিবাসের
জরিপ কার্যক্রম শুরু করছে বিআরটিএ। ২৭ আগষ্ট শনিবার সকাল সাড়ে ৯টা থেকে রিজার্ভ সার্ভিস বাস মিনিবাসের জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে।
রিজার্ভ সার্ভিস বাস মিনিবাসের জরিপ সংক্রান্ত বিষয়ে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক (মানিক) এর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন,সিএমপি মাননীয় পুলিশ কমিশনার গত ২৩/০৫/২০২২ ইং তারিখে মেট্রো আরটিসি’র সভায় সিদ্ধান্ত মোতাবেক গত,১০/০৮/২০২২ইং তারিখ হতে চলা জরিপ কার্যক্রম অদ্য ২৭/০৮/২০২২ ইং তারিখে চট্টগ্রাম মহানগরীতে ই পি জেড সহ রিজার্ভ সার্ভিস বাস মিনিবাস জরিপ কার্যক্রম সমাপ্ত হইয়াছে,আমাদের জানামতে চট্টগ্রাম মহানগরী বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশনঃ নং চট্র- ১৭৯ এর আওতাধীন,চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত ই.পি জেড সহ রিজার্ভ সার্ভিস গাড়ীগুলোর কোন ভাড়ার তালিকা করা হয়নি।গত বার ডিজেলের দাম ছিল ৬৫ টাকা এর পরে আবার ও ডিজেল এর দাম বাড়িয়ে দাড়ালো ৮০ টাকা চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়কে একটি পত্র দিয়েছিলাম,যেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ভাড়ার তালিকা গুলি দেওয়া হয়।অতি দুঃখের বিষয় হলো অদ্য তারিখ পযন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আর ও বলেন,তার মধ্যে গত ২১/০৭/২০২২ ইং তারিখ মধ্যরাতে ডিজেল ৮০ টাকা হতে ১১৪ টাকা হয়ে দাড়িয়েছে।বর্তমানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারনে মরার উপরে খরার ঘাঁ হিসাবে নতুন সমস্যার আবির্ভাব সৃষ্টি হচ্ছে। বর্তমানে মালিক সহ শ্রমিকরা খুবই মানবতার জীবনযাপন করছে।সরকারি ভাবে ডিজেল চালিত গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা হলে ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত ই.পি.জেড শ্রমিক পরিবহন কাজে নিয়োজিত রিজার্ভ সার্ভিস বাস মিনিবাসের ভাড়া বৃদ্ধি করা হয়নি।যাহা কোন ভাবেই কাম্য নয়।
তিনি আর ও বলেন,চট্টগ্রাম মেট্রো আরটিসি সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সি.ই.পি.জেড ও কে.ই.পি জেড রিজার্ভ সার্ভিস ভাড়ার বাস মিনিবাসগুলির গন্তব্য শুরু হইতে শেষ পযন্ত ভাড়ার তালিকা প্রদানের আইনগত দাবী জানাচ্ছি।না হলে বৈদেশিক অর্থ আহরণকারী যাতায়াত কাজে নিয়োজিত রিজার্ভ সার্ভিস বাস মিনিবাস গাড়ীগুলো পরবর্তীতে যে কোন সমস্যার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে দায় দ্বায়িত্ব বহন করিতে হবে।মালিক বা শ্রমিকদের আয় ব্যয় সমস্যার কারনে গাড়ী বন্ধ বা কর্মবিরতি করলে তার জন্য মালিক শ্রমিকরা দায় থাকবে না বলে জানান সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক (মানিক)
Leave a Reply