সংবাদ সারাক্ষণ ডেক্সঃ কর্পোরেট একাডেমীর উদ্যোগে ভ্যাট ব্যবস্থাপনার উপর সরাসরি সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল ।গত ২৬ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাপনার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তিনভাগে বিভক্ত এই সেমিনারের প্রথম ভাগে সামগ্রিক ভ্যাট ব্যবস্থাপনা নিয়ে একটি বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য ও বিশিষ্ট ভ্যাট বিশেষজ্ঞ জনাব ডঃ আব্দুল মান্নান শিকদার। ১২০ এরও অধিক বিভিন্ন দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের ২০০ জনের মত প্রফেশনালের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সেমিনারে জনাব ডঃ আব্দুল মান্নান শিকদার বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাপনার উপর দারুণ একটি সেশন পরিচালনা করেন। যেখানে ভ্যাট আদায়, ভ্যাট নির্ণয় থেকে শুরু করে আমদানি-রপ্তানির বিভিন্ন পর্যায়ে ভ্যাটের প্রয়োগ ও বিধি বিধান বিস্তারিত আলোচনা করা হয়। যা থেকে অংশগ্রহণকারীরা দারুণভাবে উপকৃত হয়েছেন বলে মতামত প্রকাশ করেছেন।
কর্পোরেট একাডেমীর হেড অফ বিজনেস জনাব ফরহাদ খানের উপস্থানায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেট একাডেমীর চেয়ারম্যান জনাব আরিফুর রহমান ACGA, MIPA, AFA. অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের এম ডি ও সি ই ও জনাব সৈয়দ আলমগির, ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান জনাব মাসুদ খান FCA, FCMA ও i-Calipers প্রেসিডেন্ট জনাব নাজমুল হায়দার।
সেমিনারটির শেষভাগে প্রধান আকর্ষণ ছিল প্রশ্নোত্তর পর্ব সহ একটি জমজমাট প্যানেল ডিসকাশন, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন আর বিজ্ঞ আলোচকদের কাছ থেকে সঠিক উত্তর ও পরামর্শ লাভ করেন।
সেমিনারে বিজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডঃ আব্দুল মান্নান শিকদার, শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহা-পরিচালক জনাব ফখরুল আলম, চট্টগ্রাম কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার জনাব তারিক হাসান ও বিশিষ্ট ভ্যাট-ট্যাক্স বিশেষজ্ঞ জনাব স্নেহাশিস বড়ুয়া FCA। প্যানেল ডিসকাশনটিতে সঞ্চালক হিসেবে ছিলেন কর্পোরেট একাডেমীর চেয়ারম্যান ও হেমাস কঞ্জুমার ব্র্যান্ডস লিঃ এর হেড অফ ফাইন্যান্স জনাব আরিফুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডঃ আব্দুল মান্নান শিকদার এ জাতীয় কার্যক্রমের প্রশংসা করে বলেন, ই জাতীয় উদ্যোগের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের সৈনিক তৈরি হচ্ছে যারা সরকারের রাজস্ব বৃদ্ধি ও আইন বাস্তবায়নে কার্যকর ভুমিকা পালন করবে। আলোচকরা কর্পোরেট একাডেমীর এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও কর্পোরেট একাডেমীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কারণ তারা বিশ্বাস করেন এভাবেই ধীরে ধীরে বাংলাদেশে সুস্থ ভ্যাট কালচার গড়ে উঠবে আর এভাবেই একসময় আমরা স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।
Leave a Reply