ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধানের দাবি, প্রায় ছয় মাস আগে রাশিয়া দেশটিতে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৯ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।
সোমবার অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল ভালেরি জালুঝনি এপ্রিলের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের সেনা সদস্য হতাহতের সংখ্যা প্রকাশ করলেন।
জাতিসংঘের দাবি, তারা ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনে ৫ হাজার ৫০০ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে।
ইউনিসেফ নিশ্চিত করেছে, অন্তত ৯৭২ জন ইউক্রেনীয় শিশু সহিংসতায় হতাহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের বিবৃতি অনুযায়ী, বেশিরভাগ হতাহতের জন্য বিস্ফোরক দায়ী। বুধবার যুদ্ধ শুরুর ৬ মাস পূর্ণ হতে চলেছে। দিনটি একইসঙ্গে ইউক্রেনের স্বাধীনতা দিবসও। ৩১ বছর আগে এই দিনে সোভিয়েত শাসন থেকে দেশটি স্বাধীনতা অর্জন করেছিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করেছেন।
একটি সরকারি নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিয়েভ কর্তৃপক্ষ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে।
আঞ্চলিক গভর্নর ভ্যালেন্তিন রেজনিচেনকো জানান, জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পশ্চিমে আবারও নতুন করে রুশ রকেট হামলা হয়েছে। রকেটগুলো একটি দালান, একটি কিন্ডারগার্টেন স্কুল ও কিছু দোকানে আঘাত হানে।
এ এলাকায় ধারাবাহিক বোমা হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায়ী করেছে। ইউক্রেন জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি দাবি জানিয়েছে রাশিয়াকে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করতে।
হোয়াইট হাউজের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, জার্মানির চান্সালার ওলাফ শ্লোত্জ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পরিস্থিতি নিয়ে রবিবার ফোনে আলাপ করেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এক ফোনালাপে ম্যাক্রঁকে নিশ্চিত করেন, তারা আন্তর্জাতিক পরিদর্শকদের ঐ স্থাপনায় প্রবেশ করতে দেবে।
Leave a Reply