মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

ক্ষুধার্ত অঞ্চলগুলোর জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে বড় শস্য-চালান কিনছে: জাতিসংঘ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ১২.৩৭ এএম
  • ৯৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র খাদ্য সহায়তার জন্যআগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন থেকে প্রায় দেড় লক্ষ মেট্রিক টন শস্য কেনার পদক্ষেপ নিচ্ছে। খাদ্যগুলো সংগ্রহ করা হবে, যেসব বন্দর যুদ্ধের কারণে বন্ধ অবস্থায় নেই, তেমন বন্দর থেকে। অ্যাসোসিয়েটেড প্রেসকেএ কথা জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্সূচির প্রধান।

বিশ্ব খাদ্য কর্সূচির প্রধান ডেভিড বিসলি জানান, এসব শস্যের চূড়ান্ত গন্তব্যগুলি নিশ্চিত করা হয়নি। তবে, এবিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।তিনি বলেন, জাতিসংঘ সংস্থাগুলোর মধ্যে ডব্লিওএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে। তারা দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়তে আগের তুলনায় ছয়গুণ বেশি খাদ্য সরবরাহ পেতে চাইছে। সংস্থাটির খাদ্যশস্য ভর্তি একটি জাহাজ এখন ইউক্রেন থেকে আফ্রিকার শৃঙ্গ-এর (হর্ন অফ আফ্রিকা) দিকে যাচ্ছে, যেখানে মানুষ দুর্ভিক্ষেরঝঁকির মধ্যে রয়েছে।

বিসলি শুক্রবার প্রচণ্ড খরা কবলিত উত্তর কেনিয়া থেকে জানান, খরা আফ্রিকার শৃঙ্গ-কে নির্জীব করে ফেলছে। তিনি স্থানীয় নারীদের সাথে করে একটি কাঁটা গাছে নিচে বসে ছিলেন। ঐ নারীরা তখন এপিকে বলেন, ২০১৯ সালে সেখানে শেষবার বৃষ্টি হয়েছিল।

এই হাড়-সর্বস্ব মানুষগলো কয়েক সপ্তাহের মধ্যে আরও একটি বৃষ্টিহীন বর্ষাকালের মুখোমুখি হতে যাচ্ছে। এই পরিস্থিতি এই অঞ্চলের কিছু অংশ, বিশেষ করে প্রতিবেশী সোমালিয়াকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে পারে। ইতোমধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব খাদ্য কর্সূচি বলছে, এখানে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দুই কোটি ২০ লাখের মতো।

বিসলি বলেন,“কয়েক সপ্তাহের মধ্যে আমাদের দুর্ভিক্ষের ঘোষণা দেওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে।” তিনি এই পরিস্থিতিকে প্রবল ঝগুলোর মধ্যে সবচেয়ে প্রবল ঝর; সুনামির মধ্যে সবচেয়ে প্রবল সুনামি হিসেবে উল্লেখ করেন। এই অঞ্চল ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাবে খাদ্য ও জ্বালানির উচ্চমূল্য মোকাবেলা করছে।

ইউক্রেন থেকে ২৩ হাজার টন শস্য নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত প্রথম জাহাজ। এই চলান ১৫ লাখ মানুষের জন্য এক মাসের সমপরিমান খাদ্য। বিসলি বলে,“ আশা করা হচ্ছে ঐ জাহাজ ২৬ বা ২৭ আগস্ট জিবুতিতে নোঙ্গর করবে। ধারণা করা হচ্ছে ঐ গম পাঠানো হবে টিগ্রা, আফার এবং আমহারা অঞ্চলে, সেখানে মানুষ কেবল খরার সঙ্গেই লড়ছে না; সেখানে চলছে সংঘাত।

গত বছর বিশ্ব খাদ্য কর্মসূচি ১ কোটি ৩০ লাখ ক্ষুধার্ত মানুষের জন্য যে পরিমাণ শস্য কিনেছিল, ইউক্রেন ছিল তার অর্ধেকের উৎস । গত মাসে রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘ ও তুর্কি সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে; যার ফলে, ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর প্রথমবারের মতো ইউক্রেনীয় শস্য রপ্তানি শুরু হয়।

বিসলি বলেন, ইউক্রেনের বন্দরগুলো ধীর গতিতে খোলার কারণে, এবং আরও কিছু কারণে কৃষ্ণ সাগরে জাহাজগুলো সবধানে চলাচল করায়, বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কোন সম্ভাব্য সমাধান দেখা যাচ্ছে না। তিনি বলেন, বিশ্বের ক্ষুধার্ততম অঞ্চলে খাদ্য ও অন্যান্য সহায়তা সরবরাহে ধনী দেশগুলোর আরো অনেক কিছু করার আছে।

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত অঞ্চলে শস্য ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখার ধনী দেশগুলোকে আরও অনেক কিছু করতে হবে বলে মন্তব্য করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com