মল্লিক মোহাম্মদ জামাল,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ২ই ভাদ্র ১৪২৯বাং ১৯আগস্ট ২০২২ শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন হতে যাচ্ছে।গেলো দুই বছর মহামারী করোনার প্রাদুর্ভাবের কারনে শোভাযাত্রা,পদাবলী ও রামায়ন কীর্তন স্থগিত করা হয়েছিল।তাই সকল মঠ-মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা অনুষ্ঠান পালিত হয়। প্রান গবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব ২০২২ ভগবান শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী উৎসব, বা কৃষ্ণজন্মাষ্টমী একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তী ইত্যাদি। পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি প্রতিবছরের ন্যয় এবছরো শ্রীকৃষ্ণের জম্মষ্টমী উৎসব পালন করা হচ্ছে। যে সকল মন্দিরে থেকে শ্রীকৃষ্ণর জম্মষ্টমী উৎসব উদযাপন হয়,সেই সব মন্দির কমিটির সভাপতি সম্পাদকদের নির্দেশ দেয় শ্রীকৃষ্ণের জম্মষ্টমী পূজা ও প্রার্থনার মাধ্যমে সুষ্ঠ সুন্দর আনুষ্ঠানিক ভাবে পালন করার অনুরোধ করেছেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরিশাল মহানগর। পূজা উদযাপনের সভাপতি তমাল মালাকার ও সাধারন সম্পাদক চঞ্চল দাস পাপ্পা কাছে জানতে চাইলে তিনি বলেন। যথাযথ মর্যাদায় সাথে ভগবান শ্রীকৃষ্ণের জম্মষ্টমী পালন করা হবে জম্মষ্টমীতে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। বরিশার মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিসিসির মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। কোনো এক সময়। কৃষ্ণের জীবনের নাটকীয় উপস্থাপন রাসলীলা মথুরা, বৃন্দাবন, মণিপুর ইত্যাদি স্থানে এই উৎসবের সাথে করা হয়। রাস লীলায় কৃষ্ণের ছোট বয়সের কর্ম-কাণ্ড দেখানো হয়, অন্যদিকে, কৃষ্ণের দুষ্ট স্বভাব প্রতিফলিত করা হয় যেখানে উরিয়াদি নামে পালন করা হয় শ্রী কৃষ্ণের জন্ম। শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু স্থানে নন্দোৎসব পালন করা হয়।
Leave a Reply