মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড টি এস পি এমপ্লয়ীজ ক্লাবে দেশব্যাপী ক্রিকেটার্স হান্ট এর অ্যাওয়ার্ড ও পুরুস্কার বিতরণ কর্মসূচি সম্পূর্ণ হয়।
১৭ আগষ্ট বুধবার সন্ধে সাড়ে ৭টার সময়
অ্যাওয়ার্ড ও পুরুস্কার বিতরণের আয়োজন করেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি।
অ্যাওয়ার্ড ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দেশব্যাপী ক্রিকেটার্স হান্ট এর হেড কোচ শাহরিয়ার বিন রুবেল ও সহকারি কোচ মোস্তাফিজুর রহমান।
উক্ত অ্যাওয়ার্ড ও পুরুস্কার বিতরণে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল আলম খান,ব্যবস্খপক বানিজ্যিক টি এস পি লিমিটেড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কে এম রুবেল সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চট্টগ্রাম জেলা কমিটি।
উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
আবু তৌহিদ খান,সিবিএ সভাপতি টি এস পি লিমিটেড, শহিদুল ইসলাম বেলাল,সিবিএ টি এস পি লিমিটেড,এস কে সাকিল আহমেদ,সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর জোন কমিটি,আব্দুল আলিম,সহকারি সিনিয়র শিক্ষক,টি এস পি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল,কামরুনাহার ডলি,সহকারি শিক্ষক,
কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল,নাজমা আক্তার অপি,সহকারি শিক্ষক,কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল,নাছিমা আক্তার,সহকারি শিক্ষক,ওশান পাবলিক স্কুল।
উক্ত অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন,মোঃ রিয়াদ হোসেন,আন্জুমান আরা,জেরিনা আক্তার,নুসাইবা জাহান দোলা,মীম আক্তার কারিম,ও প্রমুখ।
অনুষ্ঠানে কে এম রুবেল বলেন,আমরা যখন ক্রিকেট খেলা খেলেছি তখন কোন মাঠ ছিল না,বর্তমানে সব জায়গায় ক্রিকেট খেলার মাঠ রয়েছে,ছেলে মেয়েরা যদি লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট খেলা ধরে রাখতে পারে,তাহলে আমাদের ছেলে মেয়েরা মাদক আসক্ত থেকে বিরত থাকবে,আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট খেলায় সংযুক্ত করলে সবার জন্য ভালো হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরুস্কার ও অ্যাওয়ার্ড তুলে দেন।
Leave a Reply