জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি দূরপাল্লার বাস চলছে না। বাস সংকটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যে দু’একটি চলছে তাতেও ভাড়া বেশি নেয়ার অভিযোগ যাত্রীদের।
দাম বৃদ্ধির প্রভাব পণ্যমূল্যের ওপরও পড়ার শঙ্কায় ক্ষোভ ঝরছে সাধারণ মানুষের কন্ঠে।
শনিবার সকালে রাজধানীর শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো কোনো রুটে একটি বাস এলেও সেটিতে ওঠার আশায় ছুটে যাচ্ছেন অনেক বেশি মানুষ। সেসব বাসগুলো আগে থেকে যাত্রীতে পরিপূর্ণ হয়ে আসছে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাসগুলোতে কেউ উঠতে পারছেন না।
আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোলের দাম বাড়ালো সরকার। তবে একলাফে ৪০ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ জ্বালানি ব্যবহারকারীরা।
একদিনের ব্যবধানে অকটেন লিটারে ৪৬ টাকা বেশি গুনতে হচ্ছে গাড়ির চালক ও মালিকদের।
তারা বলছেন, এমনিতেই পণ্যের দাম বাড়তি, তার উপরে এই সিদ্ধান্ত সবক্ষেত্রেই প্রভাব পড়বে।
এদিকে, সকাল থেকেই বাস নামাচ্ছেন না মালিকরা। বাস টার্মিনালে বাসের জন্য যাত্রীদের অপেক্ষা।
কিছু পরিবহন চললেও আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া।
লোকসান এড়াতেই গাড়ি ছাড়ছেন না বলে স্বীকার করলেন চালকরা। তেলের দামের সাথে শিগরিই ভাড়া সমন্বয় করা হলে ভাড়া আরও বাড়বে বলে জানান চালকরা।
Leave a Reply