রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

আগামীকাল ডি-৮ সিসিআই বিজনেস ফোরাম অ্যান্ড এক্সপো শুরু

  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৭.১৯ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থির বিশ্ব অর্থনীতি। দেশে দেশে খাদ্য ও জ্বালানি সংকট চরমে। এমন প্রেক্ষাপটে ঢাকায় শুরু হচ্ছে ডি-এইট বিজনেস ফোরাম ও এক্সপো। এবার গুরুত্ব পাবে বাণিজ্য সম্প্রসারণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি হস্তান্তরসহ নানা ইস্যু।

পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি, বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করাসহ আর্থসামাজিক নানা বিষয়কে সামনে রেখে ১৯৯৭ সালে ৮টি উন্নয়নশীল মুসলিম দেশের অর্থনৈতিক জোট ডি-এইটের যাত্রা শুরু।

বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এ জোটের সদস্য।

করনো মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বপরিস্থিতি এখন টালমাটাল। এমন বাস্তবতায় আগামী ২৬ জুলাই ঢাকায় শুরু হচ্ছে ডি-এইট সম্মেলন। গুরুত্ব পাবে দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য সম্প্রসারণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, সাইবার সিকিউরিটিসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়।

ডি-৮ চেম্বারের  সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, কোনো দেশ থেকে যদি কৃষি ভিত্তিক সিড কিংবা প্রডাকশন প্রসেসের ফার্টিলাইজার অথবা ইন্ডাস্ট্রিয়াল ইনপুটের জন্য কোনো র ম্যাটেরিয়াল ডি ৮ এর ভেতরের দেশগুলোতে বাজারজাত করা। আমরা বলছি যে এগুলো আমাদের প্রাইস লক করে দীর্ঘমেয়াদী চুক্তি করা, যেমন ২০ বছর ২৫ বছর। তাতে বড় ধরণের পরিবর্তন বিশ্ব বাজারে আসলেও রিস্ক কমানো সম্ভব হবে।

ফজলে ফাহিম আরও বলেন, তুর্কিয়ে, নাইজেরিয়া মালয়েশিয়া সাইবার সিকিউরিটিতে স্ট্রং, মালয়েশিয়া ব্লু ইকোনোমিকে স্ট্রং, ইন্দোনেশিয়া র ম্যাটেরিয়ালে স্ট্রং। গ্লোবাল যে রুল বেইজড ট্রেডিং পলিসি আছে সেটাকে ফলো করেই আমরা এই রিসোর্সেস গুলো অর্জন করতে চাই।

পারস্পরিক সম্পর্ক শক্তিশালী হলে বিশ্ব অর্থনীতিও উপকৃত হবে বলে মত তার।  তিনি বলেন, শুধু আমরা না, শুধু ডি ৮ গ্রুপই না, বিশ্বের প্রতিটি দেশই কিন্তু কোভিডের পরে যে সমস্যা গুলো আসছে সবাই কিন্তু অল্টারনেটিভ ওয়ে খুঁজছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com