সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

২০৩০ বিশ্বকাপের জন্য ১৫ স্টেডিয়ামের নাম ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৯.৩৪ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ ফুটবল বিশ্বকাপের বিডে অংশ নিতে চায় স্পেন। তারই অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৫টি সম্ভাব্য স্টেডিয়ামের নাম ঘোষণা করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

বার্সেলোনার ক্যাম্প ন্যু ও আরসিডিই স্টেডিয়াম, মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও মেট্রোপলিটানো, ভ্যালেন্সিয়ার নুয়েভো মেস্টালা ও বিলবাওয়ের মান মেমেস এর মধ্যে অন্যতম।

এছাড়ও সেল্টা ভিগোর বালায়িডস, ডিপোর্তিভো লা করুনার রিয়াজোর, গিওনের এল মোলিনো-এনরিকে কাস্ত্রো ও সান সেবাস্টিয়ানের আনোয়েতা তালিকায় এগিয়ে রয়েছে। সংক্ষিপ্ত তালিকায় আরো রয়েছে জারাগোজার লা রোমারেডা, মুরকাসের নুয়েভা কোনডোমিনা, সেভিয়ান এস্তাদিও লা কারতুয়া, মালাগার এস্তাদিও লা রোনালেডা ও লাস পালমাসের এস্তাদিও গ্রান কানারিয়া।

ধারনা করা হচ্ছে চূড়ান্ত বিডে স্পেনের পক্ষ থেকে ভেন্যুর সংখ্যা কমিয়ে ১১টি করা হবে। তার আগে আগামী নভেম্বর পর্যন্ত স্টেডিয়ামগুলো সম্ভাব্যতা যাচাই বাছাই করা হবে। চূড়ান্ত নাম ঘোষনার জন্য কোন ডেডলাইন জানানো হয়নি।

এদিকে পর্তুগালের পক্ষ থেকে তিনটি স্টেডিয়ামের নাম চূড়ান্ত করার ইঙ্গিত পাওয়া গেছে। ২০২৬ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপ ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে প্রথমবারের মত ৪৮টি দল অংশ নিতে যাচ্ছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস বলেছেন, ‘আগামী কয়েক বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে স্পেনের সামনে বিশ্বকাপ আয়োজনের বিড অপেক্ষা করছে।

এর আগে ১৯৮২ সালে স্পেনে বিশ্বকাপের আসর আয়োজিত হয়েছিল। বিডে স্পেন ও পর্তুগালের সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে যৌথভাবে অংশ নিতে পারে আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com