শ্রীলঙ্কার বর্তমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে এশিয়া কাপ টি-টোয়েন্টির আসন্ন আসর সরে যাওয়ার সম্ভাবনা সংযুক্ত আরব আমিরাতে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
তবে বর্তমান পরিস্থিতির কথা স্বীকার করে এসএলসি সচিব মোহন ডি সিলভা বলেছেন, এশিয়া কাপের এবারের আসরটি সংযুক্ত আরব আমিরাতে হতে পারে।
অর্থনৈতিক সংকটের কারণে কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কার জনগণ লড়াই করছে সরকারের বিরুদ্ধে। প্রতিদিনই চলছে ব্যাপক বিক্ষোভ। যার কারণে দেশটির রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন গত সপ্তাহে। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
তাই বর্তমান পরস্থিতি বিবেচনা করে শ্রীলঙ্কা ক্রিকেট সচিব ডি সিলভা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘খুব সম্ভব এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে’।
টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও আয়োজক থাকবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সংবাদ সংস্থা পিটিআই এসিসির নেতৃত্বে থাকা বিসিসিআই সচিব জে শাহ’র বরাত দিয়ে আরও জানিয়েছে, ভেন্যু পরিবর্তন নিয়ে খুব শিগগিরই ঘোষণা আসবে।
ছয় দলের টুর্নামেন্টে শুরু হওয়ার কথা আগামী ২৬ আগস্ট থেকে আর শেষ হবে ১১ সেপ্টেম্বর। মূল আসর শুরুর আগে কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। যেখানে খেলবে হংকং, সিঙ্গাপুর, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে একটি দল যুক্ত হবে মূল আসরে থাকা আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের সঙ্গে।।
Leave a Reply