রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

ডলারের দাম আরেক দফা বাড়াল বাংলাদেশ ব্যাংক

  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২, ১০.০২ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক ডলারের দাম আরেক দফা বাড়াল। বুধবার প্রতি ডলারে ৫০ পয়সা বাড়িয়ে আন্তঃব্যাংক দর নির্ধারণ করা হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা। গত একবছরে প্রতি ডলারে দাম বাড়ল ৯ টাকা ১৫ পয়সা বা ১০ দশমিক ৭৯ শতাংশ। এ দরে বুধবার কয়েকটি ব্যাংকের কাছে আরও ৯ কোটি ৭০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

আমদানি ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডলারের দর বাড়ছে। একই সঙ্গে কমছে রিজার্ভ। রিজার্ভের ওপর চাপ কমাতে ইতিমধ্যে গাড়ি, টিভি, ফ্রিজ, স্বণসহ ২৭ ধরনের পণ্য আমদানিতে শতভাগ এলসি মার্জিন নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

এর মানে এসব পণ্য আমদানির জন্য এলসির খোলার সময় আমদানিকারককে শতভাগ নগদে জমা দিতে হবে। আর নিত্যপ্রয়োজনীয় খাদ্য, ওষুধ, জ্বালানিসহ কিছু পণ্য বাদে অন্যসব ক্ষেত্রে মার্জিনের হার নির্ধারণ করা হয়েছে ৭৫ শতাংশ। উভয় ক্ষেত্রে পণ্য আমদানির বিপরীতে কোনো ঋণ দেওয়া যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com