রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

ঈদের আগের ৩দিনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ৯ কোটি ১৯ লাখ টাকা

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ১১.৩২ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

ঈদের আগের তিনদিন টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু হয়ে ১ লাখ ২০ হাজার ৩৫০টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৯ কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা।
জানা যায়, বিগত ১৯৯৮ সালে সেতু চালু হওয়ার পর গত বুধবার (৬ জুলাই) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় হয়েছে। ওইদিন ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়। স্বাভাবিক সময়ে ১৩-১৪ হাজার যানবাহন সেতু পারাপার হয়। ঈদের আগের তিন দিন পারাপার হয়েছে কয়েকগুণ বেশি যানবাহন।
বঙ্গবন্ধু সেতু টোল প্ল¬াজা সূত্র জানায়, গত বুধবার (৬ জুলাই) রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ২৫ হাজার ১১৩টি। আর ঢাকাগামী যানবাহন ছিল ১৮ হাজার ৪৮২টি। গত বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত ৪১ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে ২৯ হাজার ৭২টি যানবাহন উত্তরবঙ্গের দিকে এবং ১২ হাজার ৮৭৮টি যানবাহন ঢাকার দিকে যায়। ওইদিন টোল আদায় হয় তিন কোটি ৯ লাখ ছয় হাজার ৫০ টাকা।
সর্বশেষ গত শুক্রবার (৮ জুলাই) রাত ১২টা থেকে ঈদের আগের দিন শনিবার (৯ জুলাই) রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ৯৩৮টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে  ২৪ হাজার ৪৩৫টি উত্তরবঙ্গের দিকে এবং ১০ হাজার ৫০৩টি ঢাকার দিকে পার হয়। টোল আদায় হয় দুই কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৯৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি জানান, ঈদের আগের দিন শনিবার (৯ জুলাই) রাত থেকে যানবাহনের চাপ কমতে শুরু করে। রোববার (১০ জুলাই) ঈদের দিন স্বাভাবিকের চেয়ে অনেক কম যানবাহন পারাপার হয়েছে। এবার ঈদে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ১১টি এবং পশ্চিম পাড়ে ৯টি লেনের বুথ থেকে টোল আদায় করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com