সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ২৭ শতাংশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৯.৪০ পিএম
  • ১০৮ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। গতকাল মারা গিয়েছিল ২ জন। আর এই সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ২৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।
এদিকে গতকাল করোনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২০ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪৭ শতাংশে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৮৭ জন। আগের দিন ১৩ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ১০১ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৬৭ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৯৩ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৭৯৫ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৪৫ শতাংশ। আগের দিনে এই হার ছিল ১৬ দশমিক ৪৯ শতাংশ। আজ মৃতদের মধ্যে ঢাকায় ১ জন, চট্টগ্রামে ১ জন এবং লক্ষীপুরে ১ জন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com