ভারতের রাজ্য আসাম ও মেঘালয়ে চলমান বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৯০ জনে। শুধু আসামেই এ সংখ্যা ৬৭। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত রাজ্য দুটি।

বন্যা ও ভূমিধসে গতকাল আসামের বিভিন্ন এলাকায় ১২ জনের মৃত্যু হয়েছে। ২৮টি জেলা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। ৩২ লাখের বেশি মানুষ দুর্ভোগে রয়েছে। এরইমধ্যে এক লাখ ৫৬ হাজারের মতো মানুষকে সরিয়ে নেয়া হয়েছে পাঁচ শতাধিক আশ্রয় ক্যাম্পে। বাকিদের উদ্ধারে চলছে তৎপরতা। রাজ্যটির বেশ কিছু এলাকায় ব্যাপক ভূমিধস হচ্ছে।

এদিকে, মেঘালয়ে গত দু’দিনে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন ২১ জন। ক্ষতিগ্রস্ত প্রায় ছয় লাখ বাসিন্দা। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। অন্যদিকে ছয় দশকের মধ্যে রেকর্ড ঝড়-বৃষ্টি দেখছে আগরতলাবাসী। মাত্র ছয় ঘণ্টায় ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরার রাজধানীতে। এটা ১৯৪০ সালের পর সর্বোচ্চ।