গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৫১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ৬ দশমিক ২৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩৩ জন। আগের দিন ৬ হাজার ২০০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৫৭ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ১২ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।
আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৯১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৮৫ জন। শনাক্তের হার ৭ দশমিক ০১ শতাংশ। আগের দিনেও এই হার ছিল ৬ দশমিক ৮২ শতাংশ।
Leave a Reply