হারুনঃ-
অবেলায় ধমকায় আকাশ
অসুরেলায় বহে বাতাস
সূর্য মিটায় তার নিকাশ
বৃষ্টির তালের হয় বিকাশ
গোয়াল ব্যাটা বড্ড হতাশ
খদ্দেরের যে নাই তালাশ।
আমলা বাবুর কাটে মাস
কাজের আগে পায় শ্বাস
চা দোকানে করে উল্লাস
কেমনে জাগাবে নতুন ত্রাস।
সাধু আবার বলেই খালাস
কুলির যাই হোক পরিহাস
নিভবে এবার সব অভিলাষ
ধরায় বুঝি পেয়েছে পিচাশ।
Leave a Reply