দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ
সরকার মূল্য বাড়ানোর পরও ময়মনসিংহ শহরের কোথাও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। বাজারে তেল আসতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
রোববার (৮ মে) বিকেলে নগরীর মেছুয়া বাজার, সানকিপাড়া বাজার এবং মিন্টু কলেজ বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
মেছুয়া বাজারের মেসার্স মিলন বালাপাল স্টোরের স্বত্বাধিকারী তপন পালন বলেন, ‘ক্রেতারা সয়াবিন তেল কিনতে এসে না পেয়ে ঘুরে যাচ্ছেন। আমাদের কাছে তেল নেই। আগে যেসব কোম্পানির লোকজন আমাদের তেল দিতে ধরনা দিতো তাদের এখন পাওয়া যাচ্ছে না। আমরাও তেলের জন্য ঢাকায় যোগাযোগ করছি। আশা করছি এ সপ্তাহেই সরকার নির্ধারিত মূল্যে তেল পাবো।’
মেছুয়া বাজারে আসা শারমিন নাহার বলেন, ‘রোজার ঈদের ১৫ দিন আগে থেকেই বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বর্তমানে বাজার সয়াবিন তেলশূন্য। সরকার লিটারপ্রতি ৩৮ টাকা দাম বাড়ালেও তেল পাওয়া যাচ্ছে না।’
ঈদের আগে পরিচিত এক দোকানির কাছ থেকে পাঁচ লিটার তেল এক হাজার টাকায় কিনে রেখেছিলেন শহিদুল ইসলাম। এখন সেই তেলও শেষের দিকে।
তিনি বলেন, ‘ছোটখাট চাকরি করে দ্রব্যমূল্য কেনার পেছনেই টাকার বড় অংশ চলে যায়। এখন যে হারে তেলের দাম বাড়ছে তাতে আমাদের মতো নিম্নআয়ের লোকজন উঠে দাঁড়াতে পারবে না।’
মাতৃ অয়েল মিলসের কর্মচারী সুমন আহম্মেদ জানান, গত এক মাস ধরে বাজারে সয়াবিন তেলের সংকট রয়েছে। এজন্য ক্রেতারা সরিষা, পামওয়েল এবং কোয়ালিটি তেলের দিকে ঝুঁকছেন। বিভিন্ন কোম্পানিকে আমরা অগ্রিম টাকা দিয়েও তেল পাচ্ছি না।
কৃষ্ণপালের বিক্রেতা তপন দাস বলেন, রোজার শুরুতেই বোতলের তেল আমার দোকানে নেই। ঈদের আগে থেকে খোলা সয়াবিন তেলও নেই। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে তেল পেয়ে যাবো।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, কী পরিমাণ তেল ব্যবসায়ীদের কাছে মজুত করা আছে তা জানতে নগরীর ছোট বাজার ও মেছুয়া বাজারে অভিযান চালানো হয়েছে। তবে, কোনো দোকানেই তেল মজুদ নেই। আগামী তিন থেকে চারদিনের মধ্যে তেল আসতে পারে।
Leave a Reply